উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৯/২০২২ ৯:০১ এএম

কক্সবাজারের উখিয়ায় শিকারিদের হাত থেকে রক্ষা পাওয়া ৩০১টি বক অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে উখিয়া উপজেলা পরিষদ চত্বরে উখিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বকগুলো অবমুক্ত করা হয়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যার দিকে উখিয়ার রাজা পালং ইউনিয়নের মাসকারিয়া বিল এলাকার ধানখেত থেকে সাদা বকগুলো উদ্ধার করা হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, গতকাল সন্ধ্যায় উদ্ধার হওয়া বকগুলোর মধ্যে কয়েকটি বক আহত ও অসুস্থ ছিল। চিকিৎসা দিয়ে সবার উপস্থিতিতে বকগুলো অবমুক্ত করা হয়েছে। এ সময় উখিয়া উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ইউএনও ইমরান হোসাইন বলেন, আসন্ন শীত মৌসুমের আগেই পরিযায়ী পাখিসহ বিভিন্ন ধরনের পাখি দেশের বিভিন্ন জলাশয়-বিলে আসছে। পাখিরা যেন নির্বিঘ্নে বিচরণ করতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। এসব পাখি শিকার থেকে বিরত থাকার জন্য মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের মাধ্যমে এলাকায় মাইকিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে

পাঠকের মতামত

স্বামীকে ‘নিহত’ দেখিয়ে হত্যা মামলা করা সেই নারী কক্সবাজারে আটক

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে সাভারের আশুলিয়ায় স্বামীকে ‘নিহত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা ...