প্রকাশিত: ০৮/০৯/২০১৬ ৮:০৬ এএম

Shahid Pic (1) [Max Width 640 Max Height 480]শহিদুল ইসলাম, উখিয়া::

কোরবানীর দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে পশুর হাট। গত ২ বছর ধরে পার্শ্ববর্তী মিয়ানমার ও ভারত থেকে গবাদী পশু আমদানি না হওয়ার কারণে স্থানীয় কৃষক ও খামারীরা গবাদি পশু পালনে উৎসাহী হয়ে উঠেছে। তারা মনে করছে কষ্ট করে পশু লালন পালন করলে কোরবানির হাটে ভাল দাম পাওয়া যাবে। তাই কোরবানির হাটে দেশী গরুর ভীড় লক্ষনীয়। তবে ক্রেতাদের অভিযোগ, কোরবানির পশুর হাটে দালাল ফড়িয়াদের অসহনীয় উৎপাতের কারণে গত বছরের তুলনায় গরুর দাম চাওয়া হচ্ছে দ্বিগুন। গত মঙ্গলবার ও বুধবার উখিয়া গরুর বাজারে ৪ মন ওজনের একটি গরু বিক্রি হয়েছে এক লক্ষ টাকায়। অথচ একই ধরনের গরু গত কোরবানির বাজারে বিক্রি হয়েছে ৭০ হাজার টাকায়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উখিয়া সদর, মরিচ্যা বাজারসহ ২টি বাজার গবাদি পশুর হাট হিসাবে নির্ধারিত থাকলেও জনস্বার্থে পালংখালী, থাইংখালী, বালুখালী, কুতুপালং, রুমখাঁবাজার ও সোনারপাড়াবাজারসহ বেশ কয়েকটি স্থানে পশুর বাজার বসার অনুমতি দেওয়া হয়েছে। গরু বেপারী আবদুল করিম, আবদুল মাজেদ, শাহ জাহান বলেন, এ বারে এখনো পর্যন্ত কোন মিয়ানমারের গরু আসেনি। উখিয়া উপ-প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কাশেম বলেন, উখিয়ার বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভাবে ১৪৪টি খামারে পশু লালন পালন হচ্ছে। তিনি আরো বলেন, প্রায় ১০ হাজার গবাদি পশু এবার কোরবানির হাটে বাজার জাতের সম্ভাবনা রয়েছে। প্রতিটি কৃষকের বাড়ীতে ২/৩টি করে পশু পালন হচ্ছে কোরবানির হাটে বিক্রির জন্য। যে কারণে এখানে পশুর কোন ঘাটতি হবে না। গত মঙ্গলবার ৬ সেপ্টেম্বর উপজেলার ব্যস্ততম পশুরহাট উখিয়া গরু বাজার ঘুরে দেখা যায়, প্রায় ২ হাজারেও অধিক গরু, মহিষ, ছাগল বাজারে এসেছে। তবে গরু মহিষের অত্যাধিক মূল্য বৃদ্ধির কারণে ক্রেতারা পশুর দরদাম করে না কিনে ফিরে যাচ্ছে। বেশ কয়েকজন ক্রেতা জানান, সামনের বাজারে দাম আরও একটু কমতে পারে। বাজারে গরু ব্যবসায়ী মোহাম্মদ হাসেম জানায়, মিয়ানমার থেকে গরু না আসার কারণে দেশী গরুর দাম বেড়েছে। ক্রেতা সাধারণের অভিযোগ দালাল ফড়িয়াদের অনৈতিক মধ্যস্থতার কারণে বাজারে গরুর দাম করছে না। উখিয়া দলিল লেখক সমিতির সভাপতি সৈয়দ কাশেম ভেন্ডার বলেন, এ বারে ৭৮ হাজার টাকা দামের একটি গরু কিনছি। কিন্তু গত বারের দাম একটু বেশি। তারপরেও কোরবানিত করতে হবে। গরু বাজার ঘুরে জানা যায়, আড়াই মন ওজনের একটি গরুর দাম চাওয়া হচ্ছে ৬৫/৭০ হাজার টাকা। তবে মাঝারি সাইজের গরুর দাম সহনীয় পর্যায়ে থাকার কারণে ছোট গরু বিক্রি হচ্ছে বেশি। বাজার ইজারাদার নাজির হোসেন জানান, স্থানীয় ভাবে লালিত পালিত দেশী গরুর চাহিদা বেড়ে যাওয়ার কারণে আগের তুলনায় এ বছর গরু মহিষের দাম বেড়েছে। তবে মিয়ানমার থেকে গরু আসলে দাম একটু কমতে পারে। টেকনাফ কাস্টমস সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে ২৪৬টি গরু, মহিষ, ছাগল আমদানি হয়েছে। আর গত মঙ্গলবার এসেছে ৫৮টি মহিষ। যা চাহিদার তুলনায় নগন্য। টেকনাফের গরু ব্যবসায়ী আবু ছৈয়দ জানান, করিডোর দিয়ে আসা প্রতিটি গরুর দাম পড়েছে ৬০ হাজার টাকা। উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ সাহাব উদ্দিন জানান, স্থানীয় ভাবে লালিত পালিত প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা গরু দিয়ে এবার কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হবে। তিনি বলেন, প্রতিটি ওষুধের দোকানে গরু মোটা তাজা করণের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপসহ খামারীদের প্রতিনিয়ত তদারকি করার কারণে এবার বিকল্প উপায়ে গরু মোটাতাজা করা অনেকেরই সম্ভব হয়নি বিধায় খড়কুড়া দিয়ে পালিত রিষ্ট পুষ্ট গরু বাজারে পাওয়া যাবে।

পাঠকের মতামত

প্রবারণা পূর্ণিমা উদযাপনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী

ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, রামুসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য ...

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, বাংলাদেশিসহ গুলিবিদ্ধ ৫

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক বাংলাদেশিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।ক্যাম্প অভ্যন্তরের থাকা ...

রামু সরকারি কলেজে প্রতিবেদন দেওয়ার কথা ৩ দিনে, ২ সপ্তাহেও চিঠি পাননি তদন্ত কর্মকর্তা

কক্সবাজারের রামু সরকারি কলেজের অচলাবস্থা নিরসনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য গত ১ অক্টোবর ...

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করতে মালয়েশিয়া যাচ্ছিল দুই তরুণী

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে পুলিশ ১২ রোহিঙ্গা নারী-পুরুষসহ ২০ জনকে ...

উখিয়ায় উন্মুক্ত কারাগারের জায়গা পরিদর্শনে নবনিযুক্ত ‘আইজি প্রিজন্স’

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জায়গা ও জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ...