প্রকাশিত: ০৬/০৭/২০১৭ ৭:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৩ পিএম

রিদুয়ানুর রহমান, উখিয়া::
প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে উখিয়া উপজেলার পাচঁ ইউনিয়নের বিভিন্ন এলাকা। ৬ জুলাই বৃহস্পতিবার উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা সরওয়ার জাহান চৌধুরী।

পরিদর্শনকালে তিনি স্থানীয়দের জানান, আকস্মিক বন্যার ফলে উপজেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, গ্রামীণ এলাকার সড়ক, পানের বরজ, গবাদি পশুর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অনেকের পুকুর ভরা মাছ বন্যার পানিতে বাধ ভেঙ্গে চলে গেছে। এমনকি আমার মাছের প্রজেক্ট থেকেও প্রায় ৫০-৬০ লাখ টাকার মাছ চলে গেছে। মানুষের দুর্যোগ মুহুর্তে অতিতেও পাশে থেকেছি ইনশাআল্লাহ বর্তমানও আছি এবং আগামীতেও থাকবো।

ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান করবেন বলে আশ্যস্থ করেন তিনি।

পাঠকের মতামত

তিন ব্যবসায়ীকে অর্থদন্ড উখিয়ায় খোলাবাজারে টিসিবি পণ্য জব্দ করলেন ইউএনও

কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার ...

‘সৈকত ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া ট্রেন পাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা

কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা পাচ্ছেন আরও এক জোড়া ট্রেন। পাশাপাশি স্থায়ী করা হচ্ছে বর্তমানে চলাচলরত বিশেষ ...