প্রকাশিত: ২৫/০৬/২০১৬ ৯:৫৭ এএম , আপডেট: ২৫/০৬/২০১৬ ১০:০১ এএম
ফাইল ছবি
ফাইল ছবি
ফাইল ছবি

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার সীমান্তের ঘুমধুমে গৃহপালিত ৬টি মহিষ বালুখালী কাস্টমস্ কর্তৃক প্রকাশ্য নিলামে বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ করেছে। মহিষের মালিক দাবিদার ঘুমধুমের সাবেক ইউপি সদস্য আব্দু রাজ্জাক মেম্বার জানান, চিরাচরিত রীতি অনুযায়ী তারা মহিষ লালন-পালন করে থাকেন। এসব মহিষ সারাদিন বিভিন্ন জায়গায় বিচরণপূর্বক খাদ্য আহরণ করে কোনো এক জায়গায় রাতযাপন করে। তাই মহিষের কোনো খোঁজখবর না রাখলেও কোনো ক্ষতি নেই। গত ১৯ জুন ঘুমধুম বিজিবির সদস্যরা ৬টি মহিষ আটক করে বালুখালী কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করলে বালুখালী কাস্টমস ৩ লক্ষাধিক টাকার মহিষ ১ লক্ষ ৬৫ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয়। ঘুমধুম বিজিবির নায়েক সুবেদার ফেরদৌস মোল্লা জানান, তারা বেওয়ারিশ অথবা চোরাইপথে আসা মহিষ মনে করে আটক করলেও বিভিন্ন এলাকায় মহিষ পাওয়ার বিষয়টি চাউর করা হয়েছে। ৩ দিন পর্যন্ত মহিষের মালিক খুঁজে না পাওয়ায় মহিষগুলো বালুখালী কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। বালুখালী কাস্টমস অফিসার শইবুর রহমান জানান, ৬টি মহিষ ১ লক্ষ ৬৫ হাজার টাকায় গত ২২ জুন প্রকাশ্য নিলামে বিক্রি করে দেয়া হয়েছে। মহিষের মালিক কর্তৃক অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে ওই কাস্টমস কর্মকর্তা জানান, অভিযোগটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোজাফফর আহমদ সওদাগর জানান, প্রায় ৩ লক্ষ টাকার মহিষ ১ লক্ষ ৬৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তাও আবার গৃহপালিত মহিষ। তিনি উক্ত মহিষগুলো ক্ষতিগ্রস্ত পরিবারকে ফেরত দেয়ার দাবি জানান।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...