প্রকাশিত: ২৯/০৬/২০১৬ ৯:৪৩ এএম

মোজাম্মেল হক বাহার,শামলাপুর॥
উখিয়া মনখালী গ্রামের সেই আলোচিত ৫ম শ্রেণির ছাত্রী আক্তার★ছদ্দনাম★ ধর্ষণ মামলার আসামী স্থানীয় মৃত কবির আহাম্মদের পুত্র রাশেদ উল্লাহ অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে । গত ২৭ জুন দিবাগত ও রাত্রে রাতভর অভিযানের পর তাকে আটক করা হয়। এদিকে রাশেদ উল্লাহকে আটক করার পর মামলার তদন্ত করতে গিয়ে উক্ত ঘটনায় আরেক ধর্ষক হিসেবে ফেঁসে গেলেন স্থানী গ্রাম পুলিশ আবুল বশর। ধর্ষিতা আক্তার★ছদ্দনাম ★স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার এক দিন পর ২৮ জানুয়ারী গ্রাম পুলিশ আবুল বশর কুলসুমাকে উখিয়া আরাফাত হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের আলামত নষ্ট হয়ে গেছে উল্লেখ করে পুণরায় আলামত প্রকাশ পাওয়ার কথা বলে শটামির আশ্রয় নিয়ে আক্তার★ছদ্দনাম★ধর্ষণ করে। উল্লেখ্য গত ২৬ জানুয়ারী রাতের অন্ধকারে ৫ম শ্রেণির ছাত্রী আক্তার★ছদ্দনাম★ ঘর থেকে জোর পূর্বক তোলে নিয়ে গণ ধর্ষণ করে স্থানীয় মনখালী গ্রামের আলী আহাম্মদের পুত্র রাশেল, মাষ্টার আবুল কাশেমের পুত্র ফারুক, কবির আহাম্মদের পুত্র রাশেদ উল্লাহ, শফিক আহাম্মদের পুত্র নূর মোহাম্মদ ও গোলাম কবিরের পুত্র ফোরকান। ২৮ জানুয়ারী ধর্ষিতার মা বাদী হয়ে উল্লেখিত ধর্ষকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। দীর্ঘদিন ধরে স্থানীয় নেতা-কর্মীদের ছত্রছায়ায় উক্ত আসামীরা লুকিয়ে থাকার পর অবশেষে ঘটনার ৬মাস পর ১জন আসামী আটক করে পুলিশ। তবে জানা যায় আটক গ্রাম পুলিশ আবুল বশরকে ছাড়িয়ে নিতে তোড়-জোড় চালানো হচ্ছে। এদিকে উক্ত মামলার বাদীর অভিযোগ মামলাটির ব্যাপারে প্রশাসন তড়িৎ কোন ব্যবস্থা নিচ্ছেনা।

পাঠকের মতামত

ফ্যাসিবাদী নয়, মানবিক বাংলাদেশ চাই: মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ...

নারীর সঙ্গে ইয়াবা খাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা

পিরোজপুরে নারীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ...

অভিযান চালিয়ে গ্রেফতার কক্সবাজারে মার্কিন নারীকে একা পেয়ে জড়িয়ে ধরল যুবক

জাতীসংঘের কক্সবাজার কার্যালয়ে কর্মরত এক মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির অভিযোগে তারেকুল ইসলাম ওরফে চু-ইল্যা তারেক ...