উখিয়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৩১ মে সকাল ১১টায় থেকে রাজাপালং ইউনিয়নের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। পরিদর্শনকে কৃত কেন্দ্র গুলোর মধ্যে রয়েছে তুতুরবিল স:প্রাবি,উত্তর পুকুরিয়া স:প্রাবি, হরিণমারা সপ্রাবি, খয়রাতি পাড়া সপ্রাবি, ফলিয়াপাড়া অালিমুদ্দিন চৌধুরী সপ্রাবি, উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সমুহ। পরিদর্শনকালে নির্বাহী কর্মকর্তা ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোর সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান, উখিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান,বিজিবিসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।এ ব্যাপারে যোগাগোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, উখিয়ায় একটি সুষ্টু, অবাধ,নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন তারই একটি অংশ। পর্যায়ক্রমে সব ইউনিয়নের ঝুঁকিপূর্ণ কেন্দ্র সমুহ পরিদর্শন করা হবে।
সীতাকুণ্ডে ৭৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) ...
পাঠকের মতামত