ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার রতœাপালং ইউনিয়নে দুর্যোগ বিপদাপন্ন ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা গত মঙ্গলবার ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বে-সরকারী উন্নয়ন সংস্থা ইউনেসেফ আয়োজিত ও সচিব আবু সুফিয়ানের পরিচালনায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, মেম্বার যথাক্রমে ডাক্তার মোক্তার আহমদ, মাহবুবুল আলম, কামাল উদ্দিন, আলতাফ মিয়া, মির আহমদ চৌধুরী, সেলিম উদ্দিন, আব্দুল গফুর, নুরুল হক মনু, মহিলা মেম্বার আঞ্জুমান ইয়াছমিন চৌধুরী, লুৎফর নাহার বিউটি, পুতুল রাণি বড়–য়া, স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম প্রমূখ।
সভায় ইউনিয়নের ঝুঁকি ও সম্পাদ সমূহ চিহিৃত করণ দুর্যোগ ও ঘুর্ণিঝড় সম্পর্কিত পূর্বাভাস প্রচার, নিখোঁজ ব্যক্তির সন্ধান, উদ্ধার, ক্ষয়ক্ষতি, চাহিদা নিরপন, ত্রাণ ও পূর্ণবাসন সংক্রান্ত বিষয়ে ২০টি উপ-কমিটি গঠন করা হয়।