উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার ৫ ইউনিয়নে আচরনবিধি লংঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। পালংখালী ইউনিয়নে গতকাল সোমবার ২ মেম্বার প্রাথীকে ৮০০০ টাকা জরিমানা করার পর মংলবার বিকালে হলদিয়াপালং ইউনিয়নে আচরনবিধি লংগন করে মিছিল ও জনসভা করার অভিযোগে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রাথী ফজল করিমকে ৫০০০ ও একই ওয়ার্ডের আরেক মেম্বার প্রাথী ডালিম মিয়াকে ৫০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন। এদিকে অভিযোগ রয়েছে ৯ ওয়ার্ডে আচরনবিধি লংগন করে এক প্রভাবশালী প্রাথী ভোটারদের মাঝে তাবু ও চাল বিতরণ করে যাচ্ছেন। এ ব্যাপারে যোগাগোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন উখিয়া নিউজ ডটকমকে বলেন, আচরনবিধি লংগন করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। উখিয়াবাসীকে একটি সুষ্টু নির্বাচন উপহার দিতে প্রশাসন তৎপর রয়েছে।