উখিয়া প্রতিনিধি: উখিয়ায় পালংখালী রহমতের বিলের সন্ত্রাস ও চাঁদবাজ বাহিনী আজম গং এর বিরুদ্ধে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চাঁদাবাজী মামলা দায়ের করেছে অসহায় মুফিদুল আলম।
অভিযোগে জানা যায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার মৃত গোলাম কাদেরের পুত্র সাবেক মেম্বার মুফিদুল আলম পিতার মৃত্যুর পর থেকে বিএস খতিয়ান নং-২৩৬ এর বিএস দাগ নং-১২২২ থেকে প্রাপ্ত জমি নিরবিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। ৩ আগষ্ট সকাল ৯ ঘটিকার সময় একই এলাকার মৃত হাজী কামাল উদ্দিনের পুত্র আজম, শওকত আলী, নুরুল হুদা, শতকত আলীর পুত্র জামাল উদ্দিন, জসিম উদ্দিন, মৃত মোহাম্মদ হোছনের পুত্র আবদুল হক সাবেক মেম্বার মুফিদুল আলমের জমির পার্শ্ববর্তি পিএফ পাহাড় কেটে জমিতে মাটি ফেলে জমি ভরাট ও কাটা পাহাড়ে ঘর নির্মাণের জন্য জায়গা করে পরিবেশের মারাতœক বিপর্যয় ঘটাতে থাকলে। সাবেক মেম্বার মুফিদুল আলম এতে বাধা দেয়। এ সময় উল্লেখিত সন্ত্রাস ও চাঁদবাজ বাহিনী তাকে কিল, ঘুষি, লাথি ও থাপ্পর মেরে তার কাছ থেকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। অন্যতায় তাকে প্রাণে মেরে ফেলার প্রকাশ্যে দিবালোকে হুমকিও দেয়।
এতে সাবেক মেম্বার মুফিদুল আলম উপায়ান্তর না দেখে সন্ত্রাস ও চাঁদবাজ বাহিনী আজম গং এর বিরুদ্ধে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৬ আগষ্ট একখানা চাঁদাবাজী মামলা দায়ের করেছেন। যার নং সিআর মামলা-৩১৪/১৭ (উখিয়া)।
এ ব্যাপারে পালংখালী ইউনিয়নের বিট অফিসার আবদুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি আজম গংকে পাহাড় না কাটতে নিষেধ করার পরও আইন বর্হিভূত কাজটি করেছেন। আমি আমার উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পাহাড় কাটার মামলা করবো।