প্রকাশিত: ০৪/০১/২০১৭ ৫:২৫ পিএম , আপডেট: ০৪/০১/২০১৭ ৬:২৩ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::

 

 
৬৯তম বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কক্সবাজারের উখিয়ায় পৃথক ভাবে পালিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪টার দিকে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুনের নেতৃত্বে এক বর্ণাঢ্যর‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। আজ উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, উখিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি অহিদুল হক চৌধুরী, এটিএম রশিদ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরওয়ার আলম, মাসুদ আমিন সাকিল ও রাসেল উদ্দিন সুজন। অনুষ্টানের শুরুতে কোরআন তেলোয়াত করেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইমতিয়াজ নুর নিশান।
একইদিন বিকাল ৫টার উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ নোমানের নেতৃত্বে কোটবাজার হাকিম আলী কেজি স্কুল প্রাঙ্গনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নুরুল হুদা, রতœাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, উখিয়া উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সরওয়ার কামাল পাশা। পৃথক পৃথক সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এবিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান। বিএনপি-জামায়েত কর্তৃক নৈরাজ্য প্রতিরোধ করতে হবে। অতিতের তোলনায় উখিয়া ছাত্রলীগ পরিণত। উখিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন তার বক্তব্য দিতে গিয়ে শপথ করে বলেন, উখিয়া উপজেলা ছাত্রলীগে কোন অছাত্রের জায়গা হয়নি। সবাই বিভিন্ন স্কুল,কলেজ পড়–য়া ছেলেদের জায়গা দেওয়া হয়েছে। ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

পাঠকের মতামত

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

বাগ্‌দত্তাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত

ঢাকার বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬)। একই মেডিকেল কলেজের ...