মাহমুদুল হক বাবুল, উখিয়া ::
উখিয়ায় নির্বাচনী পরবর্তী সময়ে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত কক্সবাজার টেকনাফ সড়ক পরাজিত ইউপি সদস্যর সমর্থকেরা রাস্তায় ব্যারিকেট দিয়ে পালংখালী ষ্টেশনে যান চলাচল বন্ধ করে রাখে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বভাবিক করে।
জানা গেছে, গত ৪ জুনের ইউপি নির্বাচনে পালংখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফয়েজুল ইসলাম ভোটে পরাজিত হলে বিজয় প্রার্থী কামাল হোসনের সমর্থকদের উপর হামলা, ধাওয়া Ñ পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরাজিত প্রার্থীর সমর্থকেরা ৩ রাউন্ড ফাকা গুলি বর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এ সময় ব্যবসায়ীরা আতংক্ষিত হয়ে দোকান পাট বন্ধ করে রাখে। লোকজন এদিক ওদিক ছোটা ছুটি করে পালিয়ে যায়। বিজয় প্রার্থী কামাল হোসনের ২ টি দোকানে পরাজিত প্রার্থীর লোকজন ব্যবসায়ীদের জিম্মি করে দোকানে তালা বদ্ধ করে রাখে। এলাকায় আইনশৃংখলা রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ও থানার ওসি মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌছে ঘটনার নিয়ন্ত্রনে আনে এবং যান চলাচল স্বভাবিক করে। এ ব্যাপারে বিজয় প্রার্থী ইউপি সদস্য কামাল হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, পূনরায় এ ধরনের কোন পক্ষ প্রশাসনের আশ্রয় না নিয়ে অপ্রীতকর ঘটনা করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।