মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী
তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...
শফিক আজাদ,উখিয়াঃঃ
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ১টি বুদ্ধমুর্তি সহ একজন ভিক্ষুকে আটক করেছে। মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার জিন্নাত আলী সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুদ্ধমুর্তি সহ একজন ভিক্ষুকে আটক করা হয়েছে। আটককৃত ভিক্ষু পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজসতলি এলাকার ছইমং মার্মার ছেলে প্রুসাংসি মার্মা (৩২)।
পাঠকের মতামত