ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন দুর্ঘটনার ভুয়া খবর সামাজিক মাধ্যমে
ঢাকা-কক্সবাজার রুটে চলাচলরত ট্রেন দুর্ঘটনার ভুয়া খবর সামাজিক মাধ্যমে প্রচার করে আতঙ্ক ছড়াচ্ছে একটি মহল। ...
উখিয়া প্রতিনিধি:ককসবাজারের উখিয়ায় ভ্রাম্যমান অাদালতে বিভিন্ন অপরাধের দায়ে সাত জন কে সাজা দিয়েছেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক। সোমবার বিকেলে ভ্রাম্যমান অাদালতে এ সাজা প্রদান করেন।
অাটককৃতরা হলেন কেফারত উল্লাহ (২৮),ফজল করিম (৩২),নুর উদ্দিন (২৭),শাকের (২২),ও জয়নাল উদ্দীন (৩৫)। এরা সবাই রোহিঙ্গা।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের কে অাটক করেন অাইন শৃঙ্খলা বাহিনী। বাকী দুইজনের পরিচয় পাওয়া যায়নি। ইয়াবা সেবন,বিক্রী ও স্ত্রীকে অমানুষিক নির্যাতনের অপরাধে এ সাজা প্রদান করেন।
উখিয়ার সহকারী কমিশনার ভূমি একরামুল সিদ্দিকের সাথে রাত সাড়ে নয়টার দিকে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে কোন অাপোষ নেই।
পাঠকের মতামত