ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী হোছাইন আলী মাতব্বরের ৬৯ তম মুত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা ও দোয়া মাহ্ফিল গতকাল ডাক্তার ফরিদ আহমদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈন উদ্দিন। শুরুতেই স্বাগতম বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: ইদ্রিস মিঞা। বিশেষ অতিথি ছিলেন, উখিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি আদিল চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হাছনাত চৌধুরী আবুলু, শিক্ষানূরাগী সদস্য আকবর আহমদ চৌধুরী, হাসান জামাল রাজু, সাকের উদ্দিন সাগর, পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন চৌধুরী, শিক্ষকদের পক্ষে বাবু পুলিন বিহারী বড়–য়া, শিক্ষার্থীদের পক্ষে শাহরিয়া মোহাম্মদ নুরুল আবছার, রাকিবুল ইসলাম, মিজানুর রহমান ও নাজমুন নাহার মাহি। এসময় উপস্থিত ছিলেন, ফারুক আহমদ চৌধুরী, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মেম্বার আব্দুল গফুর ও সাবেক মেম্বার আছহাব উদ্দিন। এতে কোরআন তেলোয়াত করেন, মাওলানা আব্দুল খালেক। দোয়া মাহ্ফিলে বিশেষ মুনাজাত পরিচালনা করেন, মাওলানা মনসুর আলম।
এদিকে সকালে খতমে কোরআন, কবর জিয়ারত ও দুপুরে চেহেলাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাস্টার রফিক উদ্দিন মাহমুদ।
পাঠকের মতামত