প্রকাশিত: ২৯/১০/২০১৭ ৯:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪২ এএম

উখিয়া নিউজ ডটকম::]
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কক্সবাজারের উখিয়ায় আগমনে উখিয়ার বিএনপি ঘরানার নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যেই উপজেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠন গুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানাতে।

উখিয়া সদর সহ পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে নানা বর্ণের ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে। নেত্রীর আগমননে শুভেচ্ছা-স্বাগতম লিখে শত-শত ব্যানার ফেস্টুনে দলের চেয়ারপার্সনের পাশাপাশি নেতাকর্মীদের ছবিও শোভা পাচ্ছে।

উখিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল কবির চৌধুরী বলেন, দলীয় চেয়ার পার্সনের আগমনে উখিয়ার বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে অপেক্ষার প্রহর গুনছে।

ঘুমধুমের সন্তান, কক্সবাজারস্থ আবাসিক হোটেল ব্যবসায়ী নাইক্ষ্যংছড়ি উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র সহসভাপতি আলী আকবর জানান, তিনি বিশাল আকারের ব্যানার নিয়ে এসেছেন দেশনেত্রী খালেদা জিয়া কে শুভেচ্ছা জানাতে।

প্রসঙ্গতঃ মিয়ানমার সরকারের দমন নিপীড়নে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে সোমবার উখিয়া আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

৪ দিনের সফরে শনিবার সড়ক পথে কক্সবাজারে উদ্দেশে রওনা দেন তিনি।তার সফরসঙ্গী হিসেবে গাড়ি বহরে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।সফর শেষে ৩১ অক্টোবর ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সফর ও নিরাপত্তা নির্বিঘœ করতে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে নানা নির্দেশনা দিতে ইতিমধ্যেই কক্সবাজারে পৌঁছেছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়।চেয়ারপারসনের সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্রে জানা গেছে,খালেদা জিয়ার কক্সবাজার সফরে প্রশাসন ও চেয়ারপারসনের নিরাপত্তাকর্মীদের পাশাপাশি পুরো সফরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরের সার্বিক নিরাপত্তা দেবে।

৩০ অক্টোবর (সোমবার) কক্সবাজারের উখিয়ার বালুখালি-১ ও ২, ময়নাঘোনা হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে প্রায় ১০ হাজার রোহিঙ্গার মাঝে প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা রয়েছে।পরে চট্টগ্রামে রাত্রিযাপন শেষে পরদিন ঢাকায় ফিরবেন তিনি।

পাঠকের মতামত

সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশন: সিদ্ধান্ত হয়েছিল বিগত আ.লীগ সরকারের আমলে

সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ...

উখিয়ায় কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

কক্সবাজারের ঐতিহ্যবাহি সামাজিক সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ৬ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পুয়া ফকির মাজার সংলগ্ন এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ...

রাউজানে চেম্বার থেকে তুলে নিয়ে অপহরণ সাবেক ওসি প্রদীপসহ ৬ জনের নামে চিকিৎসকের মামলা

চেম্বার থেকে তুলে নিয়ে এক চিকিৎসককে চাঁদা না পেয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে রাউজান থানার ...