শিশুবিয়ে, শিশু শ্রম ও শিশু শাস্তি বন্ধের লক্ষ্যে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ১৩ জন কিশোরী ও ১২ জন কিশোর নিয়ে এক কর্মশলা অনুষ্টিত হয়েছে। ২৪ জুলাই ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোস্যাল সেইঞ্জ (সিফরডি) উখিয়ার শাখার উদ্যোগে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগীতায় স্থানীয় থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে দিন ব্যাপী অনুষ্টিত কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক সিফরডি উখিয়া শাখার সিনিয়র ম্যানেজার সুকেশ কুমার সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাক কর্মকর্তা দৌলত হোসাইন, সিফরডি পালংখালী ইউনিয়নের যোগাযোগ কর্মী রেহেনা আক্তার, মোঃ আলমগীর, রফিক উদ্দিন। কর্মশলার শেষে উপস্থিত কিশোর কিশোরীরা শপথ বাক্য পাঠ করান উপজেলা ম্যানেজার সুকেশ কুমার সরকার।
পাঠকের মতামত