প্রকাশিত: ২৭/১০/২০১৬ ৪:২৬ পিএম , আপডেট: ৩১/১০/২০১৬ ৬:২৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:

উখিয়া উপজেলার চিন্থিত ইয়াবা সিন্ডিকেটের সদস্য হাজীর পাড়া গ্রামের বদিউর রহমান সিকদারের ছেলে মীর আহমদকে গ্রেফতার করেছে উখিযা থানা পুলিশ। মীর আহামদ আটক হওযার পর উখিয়ার চিন্থিত ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।অনেকেই গা দিয়েছে গ্রেফতার এড়াতে। উখিয়া থানা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে থানার এএসআই জাকের হোসনের নেতৃত্বে একদল পুলিশ ইয়াবা ব্যবসায়ীদের ঘাটি হিসেবে পরিচিত দক্ষিন ষ্টেশনের ডাক বাংলো এলাকা থেকে তাকে মীর আহামদকে আটক করে। আটককৃত মীর আহম্মদকে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় গ্রেফতার করা হয়েছে বলে উখিয়া থানার ওসি (তদন্ত) কায় কিসলু জানান।যে মামলায় তাকে আটক করা হয়েছে তার নং- (৩) তারিখঃ ৭/৮/২০১৬ ইং। মীর আহামদকে আটকের খবরে উখিয়ার চিন্থিত ইয়াবা ব্যবসায়ীদের আতংক দেখা দিয়েছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।বিশেষ করে উখিয়ার চিন্থিত ইয়াবা ব্যবসায়ী মাহমুদুল হক,হিজলিয়ার বাবুল মিয়া,সোনার পাড়ার ছমি উদ্দিন,মরিচ্যার মোস্তাক,হাজীরপাড়ার গিয়াস উদ্দিন,জাদিমুরার হেলাল উদ্দিন,বালুখালীর জয়নাল,ইমাম হোসেনরা গ্রেফতার আতংকে ভুগছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।তাছাড়া ইয়াবা অধ্যুষিত গ্রাম বালুখালীর অনেকেই গ্রেফতার এড়াতে গা,ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...