উখিয়ার মরিচ্যাবাজার থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত ও ১৮টি মামলার পলাতক আসামি এস এম আজিজুল হক ওরফে আরজুকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামি একই এলাকার শামছুল হকের ছেলে।
চেক জালিয়াতি ও প্রতারণার দায়ে তার বিরুদ্ধে ১৮টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া স্মার্ট টেকনোলজির দায়ের করা এক মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। অন্য আরেকটি মামলায় ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন আদালত।
কক্সবাজার সদর মডেল থানার এএসপি (সার্কেল) রেজাউল করিম জানান, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।