সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::[caption id="attachment_26293" align="alignleft" width="725"] ফাইল ছবি[/caption]
শনিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি ট্রাকে এস আই রাজেশ বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে বালুখালী হাইওয়ে পুলিশ ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা সহ ট্রাকটি জব্দ করেছে। এ সময় ২ জন পাচারকারীকে অাটক করা হয়। আটকরা হলো মোহাম্মদ মিন্টু আলী (২৭) পিতা-আব্দুর রশিদ থানা শার্শা জেলা যশোর ও দেলোয়ার হোসেন (২০) পিতা মশিউর রহমান সাং- কালিয়ানি, থানা শার্শা জেলা-যশোর। জব্দকৃত ট্রাকের নাম্বার -ট-২০-৫১১১। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৭ কোটি ৬৫ লাখ টাকা বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেওয়া এস আই রাজেশ বড়ুয়া উখিয়া নিউজ ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী চেকপোস্টের সামনে ট্রাকটি তল্লাসি চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। সাথে আটক করা হয় ২ পাচারকারীকে। জব্দ করা হয় ট্রাকটি। আটবকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।