উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় আইন শৃংখলা ও চোরাচালান বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœাপালং ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, উখিয়া নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, ডিজিএম নুর হোসেন ও উখিয়া প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি আবদুর রহমান বদি বলেছেন, কক্সবাজার জেলার অন্যান্য উপজেলার চেয়ে উখিয়া ব্যতিক্রম। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার সুষ্ঠ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। এতে কোন সন্দেহ নেই। নির্বাচনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার দ্বায়ভার নিবে নির্বাচন সংক্রান্ত ৩ কর্মকর্তা। উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, রাজাপালং এর ৫টি ওয়ার্ডে প্রায় ৭ হাজার সংখ্যালুঘু ভোটার রয়েছে। প্রতিনিয়ত এদেরকে হয়রানি করছে। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে জামায়াত বিএনপি ও ছাত্রদলের ক্যাডার দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় একটি মহল। যে সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করেন হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপালং ফাজিল মাদ্রাসা ও উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত কেন্দ্র গুলোতে নির্বিঘেœ ভোট দেওয়ার দাবী জানান। শেখ হাসিনার সরকার সুষ্ঠ সুন্দর ভাবে নির্বাচন করতে বদ্ধ পরিকর। খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটাতে চাই। এ সময় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আনসার, বিজিবি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।