সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম;;
উখিয়ার উপকূলীয় এলাকা ইনানীর কতিপয় রোহিঙ্গা দুর্বৃত্তের লেলিয়ে দেয়া সন্তানেরা স্কুল ছাত্রের উপর হামলা চালিয়ে বেদড়ক মারধর করেছে। এসময় দুর্বৃত্তরা স্কুল ছাত্রের টাকা-মোবাইল ছিনিয়ে নিয়েছে। গত ১৬ অক্টোবর ইনানী স্টেশনস্থ কুলিং কর্ণার এলাকায় এঘটনাটি ঘটে। এব্যাপারে গতকাল বৃহস্পতিবার আহত স্কুল ছাত্রের পিতা বাদী হয়ে রোহিঙ্গা ফিরোজ মাঝি, শাকিব সহ ৭ জন কে আসামী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ করেছে।
ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোঃ ইউনুছ জানায়, সে স্কুলে আসার সময় প্রতিনিয়ত ওইসব রোহিঙ্গা বখাটে ছেলেরা তাকে বিভিন্ন ভাবে হয়রানি ও নাজেহাল করে আসছিল। এঘটনা নিয়ে তার পিতা শাহ আলম প্রতিবাদ করলে দুর্বৃত্তরা ইনানী স্টেশনে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে পিতা পুত্রকে আহত করে। এঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখার জন্য উখিয়া থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।