ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২২ ৯:০৭ এএম

উখিয়ায় ট্রাকচাপায় সিএনজি-চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহতের ঘটনায় শেষ পর্যন্তও একজনের পরিচয় মিলেনি। ওই ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তাদের রিপোর্ট নেগেটিভ আসায় বেওয়ারিশ হিসেবে মরদেহটি গতকাল কক্সবাজার বড় কবরস্থানে দাফন করা হয়েছে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
গত শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় কোন মিলেনি।

নিহতরা হলেন, উখিয়ার হলদিয়াপালং বড়বিল পাগলিরবিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪৫), পাগলির বিলের মৃত গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (৫২) ও রামুর মেরংলোয়র ফতেহপুরের মনিন্দ্র ধরের ছেলে বিধুধর (৫০)।
শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক সাইফুল আলম জানান, কক্সবাজার মূখী দ্রুতগামী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেয়ার পথে মারা যান। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, নিহত একজনের পরিচয় মিলছিল না। তাই পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআই’র সহযোগিতা নেয়া হয়েছে। পুলিশের এ দুই বিভাগ নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে যান। তাদের রিপোর্ট নেগেটিভ আসায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
পরিচয় সনাক্ত হওয়া অপর তিনজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় শনিবার সন্ধ্যায়।

পাঠকের মতামত

সড়ক থেকে রোহিঙ্গা প্রতিরোধে তৎপর নেই হাইওয়ে পুলিশ রোহিঙ্গা চালকের নিয়ন্ত্রণে উখিয়ার বিভিন্ন সড়ক!

ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষ রোহিঙ্গা চালকের দৌরাত্ম্য বেড়েছে উখিয়ায়। তার মধ্যে বেশিরভাগই ১৮ বছরের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেপাটাইটিস-সি প্রতিরোধে ১০ লাখ ইউরো দেবে ইইউ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হেপাটাইটিস-সি এর আশঙ্কাজনক বিস্তাররোধে ১০ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ...