রফিক মাহমুদ, উখিয়া “”
উখিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, গত ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার কোটবাজার সোনাপাড়া সড়কের সোনাইছড়ি রাস্তারমাতা নামক এলাকায় সোনারপাড়া বাজার থেকে কোটবাজারগামী একটি টমটমের ধাক্কায় মোহাম্মদ সোহেল (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মুজিবুল হক চৌধুরীর শিশু পুত্র। নিহত সোহেল ১৬ ডিসেম্বর বোনের সাথে পার্শ্ববর্তী সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে বিজয় উৎসব দেখার জন্য যাওয়ার পথে টমটমের ধাক্কায় গুরুত্বর আহত হলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে পত্যক্ষদর্শীরা জানিয়েছে। রাতে সোহেলের লাশ দাপন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
এদিকে ১৭ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে উখিয়া রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামে বাড়ির পুকুরে ডুবে বাবু (৬) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বাবু স্থানীয় মোহাম্মদ শাহ আলমের পুত্র। প্রত্যাকদর্শীরা জানিয়েছে বাবু বাড়ির লোকজনদের অগুচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে প্রাণ হারায়। দীর্ঘক্ষণ খুঁজাখুজি পর পুকুরে বাবুর দেহ ভাসতে দেখে এলাকাবাসি তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত বলে ঘোষণা করে। উখিয়ায় ২৪ ঘন্টার ব্যবধানে দুই শিশুর অকাল মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে প্রত্যন্ত অঞ্চলে।
পাঠকের মতামত