[caption id="attachment_5148" align="alignleft" width="720"] সড়ক দূর্ঘটনায় আহতের দেখতে যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী[/caption]
মাহমুদুল হক বাবুল, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ায় সড়ক দূর্ঘটনায় ৪ কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টার দিকে ক্লাসে পাড়া নামক এলাকায়। জানা গেছে, বুধবার সকালে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার আব্দুস ছালামের মেয়ে ইয়াছমিন আক্তার, পারভিন আক্তার, রেশমা আক্তার ও দানু মিয়ার মেয়ে তানিয়া আক্তার প্রতি দিনের ন্যায় দারিয়ার দিঘী এলাকা থেকে টমটম যোগে উখিয়া বঙ্গমাতা ফজেলুতুননেছা মজিব মহিলা কলেজে আসার পথে উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের ক্লাসে পাড়া এলাকায় পৌছলে টেকনাফ থেকে কক্সবাজার গামী ঢাকা মেট্রো-ন ১৮- ১২০৮ নাম্বারের পিকাপ গাড়ীর সাথে মূখা মূখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলেই বঙ্গমাতা মহিলা কলেজের এইচ এস সি ২য় বর্ষের ৪ ছাত্রী গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে আহতদেরকে দূর্ঘটনার কবল থেকে দ্রুত উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংখ্যা জনক দেখে ৩ ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। সূত্রে জানা গেছে, আহতরা বর্তমানে আশংখ্যা জনক অবস্থায় ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী উখিয়া নিউজ ডটকম জানান, আহত ৪ ছাত্রীর মধ্যে ৩ ছাত্রী কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অপর ১ ছাত্রী উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তারা এখনো সংখ্যামুক্ত নন বলে তিনি জানান।