উখিয়ায় হুমকির মুখে বনভূমি
কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...
মাহমুদুল হক বাবুল, উখিয়া ;:
উখিয়ার মধ্যম ষ্টেশন এলাকার জি এম কমপ্লেক্স শফিংমলের নিচতলায় আজ শুক্রবার জুমার নামাজ শেষে প্রোঃ আনোয়ার ছিদ্দিক মামুন চৌধুরীর মেসার্স হাছনায়ারা বস্ত্র বিতানের শুভ উদ্ধোধন করেন হযরত আল্লামা আলীম উদ্দিন ফকির ও উপজেলা বি আরডিবি চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী। এ সময় প্রোঃ আনোয়ার ছিদ্দিক মামুন চেীধুরীর পিতা মালেক চৌধুরী সহ অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত