প্রকাশিত: ১৮/০৯/২০১৭ ২:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৪ পিএম

শহিদুল ইসলাম কুতুপালং থেকে::কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুর ছড়ার রোহিঙ্গা বস্তিতে হাতির পায়ে পৃষ্ট হয়ে দুইজন রোহিঙ্গার মমার্ন্তিক মৃত্যু হয়েছে। এসময় তিনজন রোহিঙ্গা নারী অাহত হওয়ার খবর পাওয়া গেছে। অাহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং শরনাথী শিবির হাসপাতালে ভর্তি করা হয়। এ মমার্ন্তিক ঘটনা ঘটে রবিবার রাত সাড়ে ১১টার সময়। নিহতরা হলেন মিয়ানমার থেকে অাসা মৃত্যু নুরু অালমের ছেলে শামসুল অালম(৫৫)ও শামসুল অালমের ছেলে সৈয়দুল অামিন(২)। বাকী তিন নারীর পরিচয় পাওয়া যায়নি। উখিয়া সাকের্ল চাই লাউ মারমা হাতির পায়ে পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ রিপোট লেখাকালিন পযর্ন্ত তাদের দাফন করা হয়নি।

পাঠকের মতামত