উখিয়ায় প্রাথমিক শিক্ষক সংকটের কারনে লেখাপড়া বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫টিতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ ৭৭ জন শিক্ষক নেই। যার ফলে পড়ালেখার বিঘ্ন হচ্ছে। জানা গেছে, চোয়াংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বড় বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগাহ পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগাহ বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঞ্জুমান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোরাইয়ার দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যলয়ে, নিদানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এছাড়াও সহাকারী শিক্ষক পদ শূন্য রয়েছে জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিদানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ শফির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চোয়াংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, থিমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বড় বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেইল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগাহ পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগাহ বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খয়রাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফারির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমতের বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনজুমান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোরাইয়ার দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ধুরুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমখা বড় বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ভালুকিয়া তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোনার পাড়া শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিমোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৎমধ্যে থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০টি পদ অনুমোদিত থাকলে ৪ জন শিক্ষক দিয়ে চলছে পাঠদান। উখিয়া উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর জানান, এ বিষয়ে শূন্য পদ পূরণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি অবহিত করে পত্র পাঠানো হয়েছে।