নানা কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস ২০১৬ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগস্ট সোমবার, দিনের শুরুতে সকাল ৯ টায় উখিয়া সদরে বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর সকাল সাড়ে ৯ টায় উখিয়া উপজেলা প্রশাসন আয়োজিত শোক র্যালী ও আলোচনা সভা, সকাল ১১ টায় উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত শোক র্যালী ও আলোচনা সভায় অংশ নেয় ছাত্রলীগ। উক্ত আয়োজন দুটিতে বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু কে নিয়ে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন। দিনের অন্যান্য কর্মসুচির অংশ হিসেবে দুপুর ১২ টায় উখিয়া সদরের বিভিন্ন এলাকায় গরীব দুস্থ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম শেষ করে, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে উখিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও কাঙ্গালিভোজে সেচ্ছ্বাসেবক হিসেবে অংশ নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। উক্ত কর্মসুচি সমুহে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আলমগীর হাসান সোহেল,নুরুল আমিন মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর আলম নিসা,সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আজাদ,দপ্তর সম্পাদক ইফতিয়াজ নুর নিশান,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ওসমান সরোয়ার,সমাজসেবা বিষয়ক সম্পাদক শাকিউল আলম শাওন,তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম,গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেখারুল ইসলাম,মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল হাসান,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,উপ দপ্তর সম্পাদক মোহাম্মদ রাসেল,উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আনিসুল মোস্তাফা,উপ পাঠাগার সম্পাদক কাশেম আলী,উপ আইন সম্পাদক রাহাত চৌধুরী,উপ মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম,উপ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য জাহেদুল ইসলাম, অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুলহাস উদ্দিন টিপু,সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল আমিন টিপু,জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শামীম,হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচবি কে লিংকন সহ প্রমুখ। উল্লেখিত নেতৃবৃন্দ রা ছাড়াও বিভিন্ন ইউনিট থেকে বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা দিনব্যাপী আয়োজিত কর্মসুচিগুলোতে অংশ গ্রহণ করে। উখিয়া উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফতিয়াজ নুর নিশান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।