বিনম্র শ্রদ্ধায় উখিয়া কলেজে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মসজিদে খতমে কোরান ও দেশবাসীর নিকট দোয়া প্রার্থনার মধ্যে দিয়ে ২ দিনব্যাপী নানা কর্মসূচী ১৫ আগষ্ট (সোমবার) সম্পন্ন হয়েছে
উখিয়া কলেজ অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে শোক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুর রহমান, উপাধ্যক্ষ মো: আবদুল হক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অজিত কুমার দাশ, রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী, বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল আমিন টিপু।
উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহ আলম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সবুজ শাহরিয়ার, প্রভাষকদের মধ্যে ড. গিয়াস উদ্দিন, আলমগীর মাহমুদ, তহিদুল আলম, নবী হোসাইন, এনামুল হক কামরুন্নাহার বেগম, শিল্পী পাল, রাজুয়ারা বেগম, খুরশেদ আলম, জয়ন্তী রানী মজুমদার, জালাল আহমদ, আমানত উল্লাহ, মৃদুল শর্মা, প্রদর্শক প্লাবন বড়ুয়া, লাইব্রেরীয়ান শাহাব উদ্দিন, সহ: লাইব্রেরীয়ান শাহাব উদ্দিন, প্রধান সহকারী আবদুর রহিম, হিসাবরক্ষক জিয়াউল হক, আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়া, কর্মচারীদের মধ্যে নিলু বড়ুয়া, সাধন বড়ুয়া, কবির আহমদ, হাফেজ আলী আহমদ, শামশুল আলম, মনিন্দ্র বড়ুয়া, সুভাষ বড়ুয়া, ছৈয়দ হামজা, নুরুল ইসলাম।
বঙ্গবন্ধুর ৪১ তম জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগষ্ট অনুষ্ঠিত বক্তৃতায় (বাঙালীর চেতনায় বঙ্গবন্ধু) প্রথম-আক্কাস উদ্দিন সাইমুন, দ্বাদশ শ্রেণি, দ্বিতীয়- ওয়াসিম আকরাম, একাদশ শ্রেণি, তৃতীয়-রুহুল আমিন স্নাতক ১মবর্র্ষ।
কবিতায় (সেই রাত্রির কল্পকাহিনী) প্রথম- হিরা, স্নাতক ১ম বর্ষ, দ্বিতীয়- শিবলী চক্রবর্তী, দ্বাদশ শ্রেণি, তৃতীয়- আক্কাস উদ্দিন সাইমুন, দ্বাদশ শ্রেণি।
রচনায় (স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বঙ্গবন্ধু) প্রথম- ইব্রাহীম, স্নাতক (সম্মান) ১মবর্ষ, দ্বিতীয়- সাজ্জাদ করিম সিফাত, স্নাতক (সম্মান) ২য়বর্ষ, তৃতীয়- এনামূল হক, স্নাতক (সম্মান) ১মবর্ষ বিজয়ী হন।
কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ, শোক র্যালী, বঙ্গবন্ধু জীবনালেখ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, খতমে কোরান ও দোয়া কামনা, আলোচনা সভা। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অধ্যক্ষ ফজলুল করিম।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়াসিম আকরাম, ত্রিপিটক থেকে পাঠ করেন মিতু বড়ুয়া, গীতা থেকে পাঠ করেন মিনা শর্মা।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফরিদুল আলম ও প্রভাষক ছৈয়দ আকবর ।