এম,এস রানা
সড়কে ধান গাছ রোপন করে কাঁদা মাটি, পানি ও অপরিচ্ছন্নতার বিরুদ্বে প্রতিবাদ জানালেন কোটবাজার ভালুকিয়া সড়কের ব্যবসায়ী পথচারীরা।উখিয়া উপজেলার ব্যস্ততম ও বানিজ্যিক ষ্টেশন কোটবাজার এখন কাঁদা মাটি ও ময়লা পানিতে একাকার হয়ে গেছে। বিশেষ করে ভালুকিয়া সড়ক বাসীর রয়েছে বার মাসি দুঃখ্য, সড়কের উত্তর পার্শের মার্কেটের বিভিন্ন প্রতিষ্টানের ব্যবহার করা ময়লা পানি ও সেপটি ট্যাংকের মল মুত্রের পানি নেমে এসে সড়ক কে কাঁদা মাটি ও পানিতে ভরিয়ে তুলে। একদিকে ময়লা পানির দুর্গন্ধ অন্য দিকে চাষের জমিনের মতো কাঁদা মাটিতে জন সাধারন চলাচল সীমাহিন দুর্ভোগ সৃষ্টি করে যাওয়ার কারনে ব্যবসায়ীদের মাথায় হাত উঠে, ক্রেতা সাধারন সড়কের ময়লা আবর্জনা পার হযে ঐ সব দোকানে সওদা করতে না যাওয়াতে তাদের ব্যবসায় ভাটার টান পড়ে বলে একাদিকব্যবসায়ী চারান । এদিকে উক্ত সড়কের দুরা্স্হার খবর ইতিপর্বে অনেক বার বিভিন্ন সংবাদ মধ্যম ও মিডিয়াতে প্রচার হলেও টনক নড়েনি প্রশাসন ও কোন জনপ্রতিনিধির। পুনরায় দুষ্টি আকর্ষন করতে অবশেষে গতকাল সকালে ভালুকিয়া সড়কের ব্যবসায়ীরা জনবহুল উক্ত ভালুকিয়া সড়কে আমন ধানের চারা রোপন করে। উখিয়ার জনগুরুত্ব পুর্ন ষ্টেশনের ব্যস্ততম সড়কে ধানের চারা রোপন করায় চান্চল্যের সৃষ্টি হযেছে। ব্যবসাযী ও পথচারীদের দুঃখ্য দুর্দশার কথা চিন্তা করে অভিলম্বে সড়কের সমস্যা সমাধানে লক্ষ এগিয়ে আসার জন্য প্রশাসন ও জন প্রতিনিধির দৃষ্টি আকর্ষন করেছেন কোটবাজারের সর্বস্ত্রের জন সাধারন।
বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের ভল্টের টাকায় গরমিল পাওয়া গেছে। ব্যাংকটির কক্সবাজারের চকরিয়া শাখার ভল্টের ৮২ ...
পাঠকের মতামত