আমি
তাসপ্রিয়া বিনতে কাশেম
শিক্ষার্থী
কক্সবাজার সরকারি কলেজ
সাংসদ সদস্যের উদ্দেশ্যে খোলা চিঠি...
উখিয়া -টেকনাফ
আসসালামু আলাইকুম
কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চল উখিয়া হতে বলছি।জনগনের সার্বিক দায়িত্ব আপনার। আপনার উপরেই নির্ভর উখিয়া টেকনাফের সফলতা। আমাদের সুখ দুঃখের সারথী আপনি।আপনার সহযোগিতা সবসময়ই মুগ্ধ করার মত। সহযোগিতা করেছেন সবসময়ই।
মানবতা কি তার নজির বিগত কয়েকবছরে আমরা দেখিয়েছি। নিজেরা ক্ষতির সম্মুখীন দরুনভাবে।হারিয়েছি প্রাকৃতিক সৌন্দর্য। রোহিঙ্গা জনগোষ্ঠীদের আশ্রয় দিয়ে স্বাধীন দেশের পরাধীনতার শেকলে বন্দি আমরা। করোনা নিয়ে আতংকে যখন পুরো বিশ্ব বিভোর, চারদিকে নিস্তব্ধতা।মরছে মানুষ।পড়ে রয়েছে নিতর মানবদেহ। তখন আমরা জানি ই না করোনা কি? আধৌ তার কোন ভয়াবহরুপ আছে কিনা? আমরা শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছি তথ্যসংগ্রহ হতে। গুরুত্বপূর্ণ অনেক খবরই আমরা পাইনা।আমাদের তথ্য আজ বোকা বাক্সে বন্দি।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মাইকিং করে খবর পৌছানো টা কেবল অপ্রাসঙ্গিক। সতর্কতার তাগিদটা নিজের বিবেক সবাইকে দেয়। আমরা উখিয়া টেকনাফবাসী ভুলতে বসেছি তথ্যপ্রযুক্তি বলে কিছু আছে। আধুনিকতার সমাজে এখন তথ্যই বিনোদন।তথ্যই পারে সচেতনতা বৃদ্ধি করতে। তথ্যই পারে জিবন বাঁচাতে।আর সেই তথ্যই আমাদের হতে আজ অনেকদুরে। সুদুর মঙ্গলগ্রহে।
আমরা ভুলতে বসেছি 4g/3g নেটওয়ার্কসেবা বলে কিছু ছিলো বা আছে?এখন এ যেন আমাদের কাছে বলা রুপকথার গল্প।হোম কোয়ারেন্টাইন কি জানেন না অনেকেই। দেশের এমন সংকটময়, করুন পরিস্থিতিতেও আমরা উখিয়া টেকনাফবাসী আজ অসহায়।
আধৌ কি কখনো খুলা হবে নেটওয়ার্ক সেবা? নাকি এভাবে নিজেদের মানবতা দেখানোর ফলাফলে পিষ্ট হবো আমরা।আর নিজেদের জিবনকে করবো দুর্বিষহ!
অন্তত এহেন পরিস্থিতিতে খোলা হোক নেটওয়ার্ক সেবা!
ধন্যবাদ✌
তাসপ্রিয়া বিনতে কাশেম
শিক্ষার্থী
কক্সবাজার সরকারি কলেজ