প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ৮:১০ এএম

idউখিয়া নিউজ ডটকম::

উখিয়া-টেকনাফের প্রায় সাড়ে ৭ হাজার ভোটারদের মাঝে অতি শীঘ্রই স্মার্টকার্ড বিতরণের কাজ শুরু হচ্ছে। ভুয়া পরিচয়পত্র প্রতিরোধে কার্যকর এ স্মার্টকার্ড ব্যবহারে চাকরির জন্য আবেদন, রোহিঙ্গা নাগরিক শনাক্তকরণ, ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরিসহ ২৫ ধরনের সেবা পাওয়া যাবে। তবে এই স্মার্টকার্ড দেওয়ার সময় প্রাপকের দশ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়া হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।উখিয়া নিউজ ডটকম:
জানা গেছে, জাতীয় পরিচয়পত্রধারী ভোটারদের স্মার্টকার্ড নেয়ার জন্য নতুন করে আঙুলের ছাপ দিতে হবে। তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের মতো কেবল বৃদ্ধাঙুল বা শাহদাত আঙুলের ছাপ যথেষ্ট নয়, লাগবে দু’হাতের দশ আঙুলের ছাপ। এছাড়া আইরিশ বা চক্ষু কনীনিকার ছবিও দিতে হবে। উখিয়া নিউজ ডটকম: অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা এ স্মার্টকার্ড নেয়ার সময় বর্তমান ভোটারদের কাছ সংরক্ষিত লেমিনেটিং করা আইডি কার্ডখানা সংশ্লিষ্টদের জমা দিতে হবে।
বিশ্বব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্স একসেস টু সার্ভিসেস (আইডিই)-এর আওতায় এ স্মার্টকার্ড প্রকল্পের কাজ শুরু হয় ২০১১ সালের জুলাইয়ে। ৫ বছর মেয়াদি এ প্রকল্পটি কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের জুন মাসে। স্মার্টকার্ড তৈরি ও বিতরণের দীর্ঘসূত্রতার কারণে এ প্রকল্পের মেয়াদ ১৮ মাস বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্টকার্ড বিতরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯৩ ওয়ার্ডে ৫০ লক্ষ ভোটারের মাঝে প্রথম ধাপে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এলক্ষ্যে ইতোমধ্যে যাবতীয় প্রস’তি সম্পন্ন করা হয়েছে।
এনআইডি সূত্রে জানা গেছে, দেশে বর্তমান ভোটার রয়েছে প্রায় ১০ কোটি। এদের মধ্যে প্রায় ৯ কোটি ভোটার লেমিনেটিং করা এনআইডি কার্ড পেয়েছে। পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তিগত সুযোগ-সুবিধাসম্পন্ন এ স্মার্টকার্ডে ২৫ ধরনের নিরাপত্তা ব্যবস’া রয়েছে। যা কেউ কখনো ইচ্ছা করলেও নকল করতে পারবে না। উখিয়া-টেকনাফে দায়িত্বরত নির্বাচন অফিসার নুরুল ইসলাম জানান, রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে এবং স’ায়ী নাগরিকত্বের সুযোগ লাভ করতে ব্যর্থ হয় সে লক্ষে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, পর্যায়ক্রমে সারাদেশের ন্যায় উখিয়া টেকনাফের প্রতিটি নাগরিককে স্মার্টকার্ড বিতরণ করা হবে। তিনি বলেন, আগামী সেপ্টেম্বর মাসে এ দু’ উপজেলায় স্মার্টকার্ড বিতরণের কাজ শুরু হতে পারে।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...