কক্সবাজারের উখিয়ার চোয়াংখালীতে গহীন জঙ্গলে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে র্যাব। বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে ৭টা পর্যন্ত বিশেষ অভিযান চালানো ওই কারখানায়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা হয় এক অস্ত্র কারিগরকে। আটককৃত অস্ত্র কারিগরকে শূক্রবার ভোরে উখিয়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ১, তারিখ- ০১/০৯/২০১৬ইং। মামলার বাদী র্যাব-৭ এর নায়েব সুবেদার সোলাইমান। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে র্যাব- ৭ এর কক্সবাজারস্থ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। এ সময় র্যাব- ৭ এর কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ শরাফত ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ী এলাকার ওই কারখানায় ৪ ঘন্টা ব্যাপী শ্বাসরুদ্ধকর বিশেষ অভিযান চালায় র্যাবের একটি চৌকস টিম। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও অস্ত্র কারখানার কারিগর উখিয়া চোয়াংখালী এলাকার মৃত বাচা মিয়ার ছেলে আবুল হাশিম (৭৫) কে আটক করা হয়। পরে অস্ত্র কারখানায় তল্লাশী চালিয়ে ৬টি সক্রিয় একনালা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ৩ টি পিস্তলের আংশিক অংশ, ৪টি তাজা কার্তুজ, অস্ত্র তৈরীর ড্রিল মেশিন ১টি, হাতুড়ী ২ টি, একনালা বন্দুক তৈরীর পাইপের অংশ ১০টি, সেলাই রেন্স ১টি, হেসকু ব্লেড ৮টি, করাত ১টি, রেত ২টি, স্ক্রুডাইভার ২টি, পাস ২টি, গ্রীভ স্পেনার ১টি ও এয়ার মেশিন ১টি উদ্ধার করা হয়। উখিয়া থানার ওসি আবুল খাইর বলেন, র্যাব কর্তৃক অস্ত্র কারিগর আবুল হাশিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পাঠকের মতামত