বার্তা পরিবেশক::
৮ বছর অতিক্রম করে ৯ তে পা রাখল কক্সবাজার জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ” উখিয়া নিউজ ডটকম “।
সত্য সেবার পক্ষে জনতার অকুণ্ঠ জয়গানে বিপুল প্রতিবন্ধকতা পেরিয়ে আগামীর বন্ধুরপথে উখিয়া নিউজ ডটকম। কর্মনিষ্ঠা, নিরপেক্ষতা আর বস্তুনিষ্ঠতায় নবম বর্ষে পদার্পণে “আলোকিত টেকনাফ ডটকম” পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
আলোকিত টেকনাফ ডটকমের চেয়ারম্যান শাহ্ মুহাম্মদ রুবেল বলেন, “এক ঝাঁক তরুণ ও উদ্যোমী সাংবাদিক নিয়ে উখিয়া নিউজ ডটকমের পদ চলা। হাঁটি হাঁটি পা পা করে উখিয়া নিউজ ডটকম আজ পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। শত প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাক সেই কামনা করি। বস্তু ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে উখিয়া নিউজ ডটকম আরও ভূমিকা রাখুক।
আলোকিত টেকনাফ ডটকমের সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবু তাহের বলেন, উখিয়া নিউজ ডটকমের সকল সদস্যকে পেশাদারিত্বের জায়গায় সচেতন থাকতে হবে। প্রতিবেদন প্রস্তুত করার সময় শুধু সমস্যা উল্লেখ না করে সাথে সমস্যা থেকে উত্তরণের উপায় এবং সম্ভাবনার বিষয়টিও উল্লেখ করতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।