প্রেস বিজ্ঞপ্তি:
গণমাধ্যমকে বলা হয় একটি স্বাধীন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একমাত্র গণমাধ্যমই পারে দেশের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছাতে। মানুষের আবেগ, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে এগিয়ে চলে প্রতিটি গণমাধ্যম। তেমনি উখিয়া কক্সবাজার, প্রবাস সহ লাখ লাখ মানুষের ভালোবাসা আর বিশ্বাস নিয়ে এগিয়ে চলছে উখিয়ার প্রথম শীর্ষ স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল উখিয়ানিউজ ডটকম। এক ঝাঁক তরুণ সাংবাদিকের অক্লান্ত পরিশ্রমে আজ ৮ম বর্ষ পেরিয়ে ৯ম বর্ষে পর্দাপণ করেছে অনলাইন গণমাধ্যমটি।
‘সংবাদ সংযোগ সারাক্ষণ’ স্লোগানটিকে সামনে রেখে ২০১০ সালের ১১সেপ্টেম্বর তৎসময়ের ক্ষুদে সাংবাদিক ওবাইদুল হক চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করে উখিয়ানিউজ ডটকম। সময়ে-অসময়ে শত প্রতিবন্ধকতা পেরিয়ে আজ জেলার শীর্ষ স্থানীয় জনপ্রিয় অনলাইন গণমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশ এবং দেশের বাইরের সংবাদকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষ সংবাদ প্রচার করাই মাধ্যমটির একমাত্র লক্ষ্য।
উখিয়ানিউজ ডটকম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি, জাতীয় সংসদের সাবেক হুইপ বর্ষিয়ান রাজনীতিক শাহজাহান চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আমি উখিয়ানিউজ ডটকমের নিয়মিত একজন পাঠক। গণমাধ্যমটির নিরপেক্ষ আর স্বচ্ছ সংবাদ আমাকে বরাবরই মুগ্ধ করেছে। উখিয়ানিউজ ডটকমের ৮ম জন্মদিনে প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা, কর্মচারীদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। উখিয়ানিউজ এর আগামীর দিনগুলো আরও সুন্দর হোক। এ কামনাই করি।’
শুভেচ্ছান্তে,
শাহজাহান চৌধুরী
সভাপতি,
বিএনপি কক্সবাজার জেলা শাখা ও সাবেক হুইপ জাতীয় সংসদ।
পাঠকের মতামত