দূর্ণীতিবাজের কথা যখন গণমাধ্যমে উঠে আসে তখনই একটি মহল আমাদের মত ছোট্ট লেখকদের বিপাকে পেলতে চেষ্টা করে। আমি আজ একজন তরুণ লেখক হিসাবে পরিচিত। (২০১৪ ইং সন) আজ থেকে ৪ বছর আগের কথা, আমি উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। একজন সাংবাদিক হওয়ার খুবই ইচ্ছে ছিল, তাই জীবনের প্রথম লেখা উখিয়ার প্রথম অনলাইন পত্রিকা "উখিয়া নিউজ ডটকমে প্রকাশিত করেন শ্রদ্ধেয় সম্পাদক ওবাইদুল হক চৌধুরী। সে প্রিয় পত্রিকায় লেখনীর মাধ্যমে আজ নিজেকে সভ্যতার সাথে মিলিয়ে চলতাছি। অষ্টম বছর শেষ করে নবম বছরের অগ্রযাত্রায় উখিয়া নিউজের সম্পাদক ও পরিবারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
শুভেচ্ছান্তে: সাংবাদিক তানভীর শাহরিয়ার।