সংবাদ বিজ্ঞপ্তি::
উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অসুস্থ দৈনিক সমকালের সাংবাদিক হানিফ আজাদের চিকিৎসার জন্য গঠন করা উখিয়া নিউজ ফান্ডের মাধ্যমে আসা অর্থ সাংবাদিক হানিফ আজাদের হাতে হস্তান্তর করা হয়েছে।গত ৯ আগস্ট মঙ্গলবার বিকালে দরগাবিল গ্রামের নিজ বাড়ীতে হানিফ আজাদের হাতে এ অর্থ হস্তান্তর করেন উখিয়া নিউজ ফান্ডের দুই উদ্যোক্তা দৈনিক মানবজমিনের উখিয়াস্হ স্টাফ রিপোর্টার সরওয়ার আলম শাহীন ও উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী। এ সময় আবেগ আপ্লুত সাংবাদিক হানিফ আজাদ উখিয়া নিউজ ফান্ড সহ যারা অর্থ দিয়ে তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ জানান,পাশাপাশি তার রোগমুক্তিরর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।হানিফ আজাদের পিতা হাজী ফকির আহামদ জানান,সাংবাদিক হওয়ার কারনে তার ছেলে সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা থেকে পাচ্ছে তা ভুলার মত নয়।উল্লেখ্য,দীর্ঘ কয়েকমাস ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সাংবাদিক হানিফ আজাদ বর্তমানে শয্যাশায়ী।তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে।এছাড়া শরীরে আরো কয়েকটি জঠিল রোগ দেখা দিয়েছে। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।সর্বপ্রথম এ খবর সাংবাদিক সরওয়ার আলম শাহীন ও ওবাইদুল হক চৌধুরীর ফেইসবুক ওয়ালে পোষ্ট করা হলে সহকর্মী,বন্ধুদের মাঝে ব্যাপক সাড়া পড়ে,পরবর্তীতে হানিফ আজাদের অনুমতিক্রমে গঠন করা হয় উখিয়া নিউজ ফান্ড নামে একটি সাহায্য তহবিল। এ তহবিল গঠন করা করার পর একে একে সাংবাদিক হানিফ আজাদের সহযোগিতায় এগিয়ে আসেন উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি,উখিয়া প্রেসক্লাব,দৈনিক আজকের দেশবিদেশ সহ বিভিন্ন সহকর্মী ও বন্ধু বান্ধব।
চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...
পাঠকের মতামত