স্পোর্টস ডেস্ক ::
উখিয়া রাইজিং ষ্টার সোসাইটির উদ্যোগে বঙ্গবন্ধুর শততম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে থাইনখালী ক্রিকেট একাডেমিকে ১১৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনালের টিকেট নিশ্চিত করে রত্নাপালং ক্রিকেট একাদশ।
সোমবার বিকালে ৩ টায় উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আব্দুল মালেক,উখিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সাবেক খেলোয়াড় গাজী ওমর ফারুক। খেলায় সেঞ্চুরি ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রত্নাপালং ক্রিকেট একাদশের খেলোয়াড় সাজ্জাদ। এর আগে সকালে প্রথম সেমিফাইনাল রাজাপালং ক্রিকেট একাদশকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে সিকদার বিল ক্রিকেট একাদশ। উখিয়া রাইজিং স্টার সোসাইটির সভাপতি মামুন চৌধুরী জানান,আগামী বুধবার ফাইনালে মুখোমুখি হবে রত্নাপালং ক্রিকেট একাদশ বনাম সিকদার বিল ক্রিকেট একাদশ।
পাঠকের মতামত