হুমায়ুন কবির জুশান উখিয়া ::
উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিতুন বলেছেন, সমাজে নৈতিকতার বড় ধস দেখতে পাচ্ছি। মানুষের সুচিন্তা, মানুষের প্রতি ভালবাসা, কর্তব্যবোধ কমে গেছে। শিক্ষার ভেতরে যে সংস্কৃতি শিক্ষার বিষয় ছিল যা মানুষের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জ্ঞান নিত তা আজ হারিয়ে যেতে বসেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মেধাবী ছাত্ররা সামাজিক যেগাযোগ মাধ্যমের অপব্যবহারের ফলে এ সংকটকে আরও প্রবল করেছে। উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা মোঃ ইসহাকের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে স্বার্থন্বেষী মহল। কলেজের এক ছাত্রীকে নাজেহাল করার মিথ্যা অপবাদ দিয়ে ইসহাককে রাজনৈতিকভাবে হেয় কারার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এম ফজলুল করিম জানান, আজ মঙ্গলবার সকালে কলেজ ছাত্রী নাজেহাল হওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতাদের সাথে কলেজে বৈঠক হয়েছে। ছাত্রলীগ নেতা ইসহাক ও কলেজ ছাত্রী রিয়া সরকারসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা বশির উদ্দিন, মোঃ তহিদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুনসহ নেতৃবৃন্দ। কলেজ অধ্যক্ষ সকলের উপস্থিতিতে বিষয়টি মিমাংসিত করে দেন এবং আগামীতে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সেজন্য একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে কলেজের সুন্দর পরিবেশ রক্ষায় সকলে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ বিষয়টি মিমাংসিত। ছাত্রী নাজেহালের মতো বড় ধরণের ঘটনা ঘটেনি। ভুল বুঝাবুঝির অবসান হয়েছে বলে তিনি মনে করেন।