বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদের মনু মেম্বার অার নেই
প্রকাশিত - ডিসেম্বর ১৮, ২০১৬ ৮:০৬ এএম
রফিক মাহমুদ, উখিয়া
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড়ের বতর্মান মেম্বার নুরুল হক মনু প্রকাশ মনু মেম্বার অার নেই। ইন্নাল্লিলাহি.....রাজিউন। তিনি ১৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ২.টা ৩০মিনিটের সময় কক্সবাজার ডিজিটাল হাসপাতালে হৃদয় রোগে অাক্রান্ত হয়ে ইন্তাকাল করেন। ১৮ ডিসেম্বর রবিবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় রত্নাপালং কোটবাজার দরগাঁহ মোরা কবরস্থানের মাঠে মরহুমের নামাজের যানাজা অনুষ্টিত হবে। তিনি রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নাপালং নিবাসী মরহুম সোলাইমান কেরানীর ৫ ম পুত্র। তিনি স্ত্রী, ১ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য অাত্নীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি রত্নাপালং ইউনিয়ন পরিষদের টানা ৫ বারের নির্বাচিত মেম্বার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.