শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর::
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে নিজের মত করে দাড়াতে হবে। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যত দেশ গড়ার কারিগর। মেধা, প্রজ্ঞা, মননশীলতাকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে আসতে হবে শিক্ষার্থীদের। আধুনিকতা, আতিথেয়তা, সাজ সজ্জায় সৌন্দর্য্যরে দিক থেকে আজকের শিক্ষার্থীরা অনেকদূর এগিয়ে রয়েছে। অতীতে ব্রিটিশদের যেভাবে বাংলার ছাত্ররা কাজ দেখিয়ে দিয়েছিল সে মেধাকে কাজে লাগাতে হবে। প্রয়োজনে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিশে^র বিখ্যাত প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করাও যেতে পারে। ১৫ মার্চ ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজে নবাগতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল উপরোক্ত কথাগুলো বলেন। সকাল ১০টায় কলেজ মাঠে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অধ্যাপক হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গর্ভর্নিং বডির সভাপতি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যুৎসাহী সদস্য লুৎফুর রহমান আজাদ, অভিভাবক সদস্য মোঃ জকরিয়া। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি শফিকুর রহমান, প্রাক্তন ছাত্র আবুহেনা বিশাদ, সাইফুল ইসলাম, ২য় বর্ষের ছাত্র কাজী আবদুল্লাহ, শিক্ষার্থী রওশন আলী রুনা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন, এনামুল হক, রিদুয়ানুল হক, জাকের আহমদ, মির্জা ছৈয়দুল আজিম, জিয়াউল করিম, সাইফুল ইসলাম, জেবুন্নেছা সায়েরা, আপন চন্দ্র দে, আজিজুল হক, মহিউদ্দীন, ছলিম উল্লাহ, সাইম মনির, সরওয়ার কামাল, নাছির উদ্দীন, কহিনুর আক্তার. সাংসদের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান, আবু বক্কর ছিদ্দিক, মিজানুল হক, ইসলামাবাদ এমইউপি আবু বক্কর ছিদ্দিক বান্ডি, সদর উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক সংবাদকর্মী শাহিদ মোস্তফা শাহিদ, জেলা ছাত্রলীগ নেতা ফিরোজ উদ্দীন খোকা, রাশেদ উদ্দীন রাসেল, ইরফানুল করিম, প্রাক্তন ছাত্র জসিম উদ্দীন ও বোরহান উদ্দীন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সংসদ সদস্য কমল আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর অবদান রেখে চলেছেন। ঈদগাহ কলেজে অনার্স কোর্স চালু, আধুনিকায়নসহ ৩৪ লক্ষ টাকার উন্নয়ন হয়েছে। কলেজে মুক্তমঞ্চের জন্য ৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন সাংসদ এবং খানা খন্দকে ভরা কলেজ সড়ক সংস্কারের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে সওজ কর্মকর্তাদের রোড পরিদর্শন করতে নির্দেশ দিবেন বলেও জানান তিনি। অত্র কলেজের অধ্যয়নরত কোন শিক্ষার্থী বিদেশে শিক্ষা গ্রহণে অসুবিধা হলে বিভিন্ন সুবিধা ও সহযোগিতা করার আশ^াস দেন সাংসদ। তিনি এক পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে দেশে উন্নয়ন বাধাগ্রস্থ করতে চেয়েছিল মন্তব্য করে বলেন, শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশকে মীরজাফরগংয়ের দখলে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু জাতির জনকের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী সাহসিকতার সাথে দেশ পরিচালনায় নিয়োজিত রয়েছেন। কোন বিদেশের শক্তি মাননীয় প্রধানমন্ত্রীকে বাধাগ্রস্থ করতে পারবে না। দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন সাধিত হচ্ছে। তার ধারাবাহিকতায় কক্সবাজার জেলাকে একটি সমৃদ্ধশালী জেলা হিসাবে ইতিমধ্যে বিমান বন্দরকে আধুনিকায়ন, রেল লাইন সম্প্রসারণ, গভীর সমুদ্র বন্দর, স্টেডিয়াম, রামু সেনা নিবাসসহ মফস্বল এলাকায় একাধিক উন্নয়ন অব্যাহত রয়েছে। ঈদগাঁও ডিসি সড়ক, চৌফলদন্ডী - খুরুশ্কুল, ঈদগাঁও - ঈদগড় সড়কের কাজ এগিয়ে চলছে। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।