সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি প্রচারনায় পিছিয়ে নেই মেম্বার প্রার্থীরাও। এবার উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী ছাড়াও সাধারন সদস্য পদে ২৪০ জন ও নারী সংরক্ষিত আসনে ৬৬ জন মেম্বার প্রার্থী প্রতিদ্বন্ধিতায় নেমেছেন। সকাল,দুপুর রাত-বিরাতে এসব প্রার্থীদের বিরামহীন প্রচরনা চলছে। প্রার্থীদের ডাকে ঘুম ভাংছে অনেক ভোটারের। কাক ডাকা ভোরে প্রার্থীরা প্রচরনায় বের হয়ে ঘরে ফিরছেন গভীর রাতে। কিছু কিছু মেম্বার প্রার্থী রাত কাটাচ্ছেন সমর্থকদের বাড়ী-বাড়ী। দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি, ওয়াদা করছেন নির্বাচিত হলে এটা করা হবে,ওটা করা হবে ইত্যাদি ইত্যাদি। কয়েকজন মেম্বার প্রার্থীর বিরুদ্ধে আচরনবিধি লংঘন করার পাশাপাশি কালো টাকা বিলানোরও অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্ধি প্রাথীরা।বিশেষ করে পালংখালী,হদলিয়া ও জালিয়াপালং ইউনিয়নের দুর্ঘম এলাকার মেম্বার প্রার্থীরা আচরনবিধি লংঘনের পাশাপাশি নগদ কালো টাকা বিলাচ্ছেন। তাছাড়া কয়েকটি ওয়ার্ডে রেকর্ড সংখ্যাক প্রার্থী হওয়ারও নজির রয়েছে। যা বিগত নির্বাচনগুলোতে দেখা যায়নি। মেম্বার পদে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন একাধিক আলোচিত প্রার্থী। প্রার্থীদের মধ্যে হঠাৎ কোটিপতি হওয়া প্রার্থীও রয়েছেন। প্রার্থী তালিকায় রয়েছেন চিন্থিত ইয়াবা ব্যবসায়ীও। তাই ভোটারদের মনে শংকা জেগেছে নির্বাচনে বল প্রয়োগ করা হবে। কেন্দ্র দখল করা হবে,টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করবে প্রভাবশালী প্রার্থীরা। কয়েকটি ওয়ার্ডে রক্তক্ষয়ী সংঘর্ষের অশংকাও করছেন এলাকাবাসী। একাধিক মেম্বার প্রার্থী নিজের গ্রহনযোগ্যতা বাড়াতে চেয়ারম্যান প্রার্থীদের পিছনে দৌড়াচ্ছেন। অনেকে দল বদল করে সুবিধাজনক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছেন। কিন্ত তারপরও নির্বাচনী প্রচরনা থেকে নেই। মাইকিং চলছে জোরেশোরে,এক সিএনজিতে মাইক একটার বদলে দুইটা ব্যবহার করছেন প্রার্থীরা। মেম্বার প্রার্থীদের স্ত্রীরাও নেমেছেন স্বামীদের পক্ষে ভোট ভিক্ষায়। প্রচরনায় নেমেছেন আত্বীয়,স্বজনরাও। এক্ষেত্রে প্রভাবশালী প্রার্থীদের স্ত্রীরা গাড়ীতে করে ভোটারদের জন্য নিয়ে যাচ্ছেন বিভিন্ন উপহার সামগ্রী। সময় কম তাই উঠান বৈঠকসহ এলাকায় গন্যমান্য ব্যাক্তিদের নিজের নির্বাচনী বহরে যুক্ত করতে প্রলোভনসহ নানা রকম হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন প্রভাবশালী প্রার্থীরা। প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি বিপক্ষে গেলে ভাল হবেনা মর্মে শাসানোও হচ্ছে। এসব মিলিয়ে চলছে উখিয়া উপজেলার ৫ ইউনিয়নে মেম্বার প্রার্থীদের নির্বাচনী প্রচরনা। আগামী ৪ জুন নির্ধারিত হবে জনগনের ভালবাসা আর ঘৃনা কোন পক্ষে যায়। সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে জনগনকে।
পাঠকের মতামত