ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৪ ৩:১৮ পিএম

৮ মে বুধবার ২০২৪ ইং সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে সেন্টমার্টিন দারুল ইসলাম কমপ্লেক্স মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়।
সেন্টমার্টিন হোসাইন জহুরা ফাউন্ডেশন চেয়ারম্যান এম এ রহিম জিহাদীর সঞ্চালনায় উদ্বোধনীয় অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বীপের প্রবীণ আলেম মাওলানা রশিদ আহমদ, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, ইউপি সদস্য শামসুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নুরুল হক, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান খাঁন, সাবেক শিক্ষক হাফেজ আবু তৈয়ব।

আর উপস্থিত ছিলেন মাওলানা রফিক আহমদ, হাফেজ আহমদ(ডাক্তার), মাওলানা হারুনুর রশিদ, হাফেজ মাওলানা বাহার উদ্দিন, মাওলানা নুরুল আলম, মাওলানা মামুনুর রশিদ, সাংবাদিক আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী ছিদ্দিকুর রহমান, আব্দুর রহিম, ফরিদ আহমদ, জিয়াউর রহমান, নাছির উদ্দিন, রশিদ আহমদ, আবু বক্কর(ডাক্তার), শাহ আলাম, মোহাম্মদ আমিন, মেহাম্মদ ইয়াছিনসহ অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা এবং আরো ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেন্ট মার্টিন দারুল ইসলাম কমপ্লেক্স মডেল মাদ্রাসা সম্মানিত মোহতামীম মাওলানা হাফেজ আবুল হোসাইন।

অনুষ্ঠানে উদ্বোধনীয় বক্তব্যে সেন্ট মার্টিন হোসাইন জহুরা ফাউন্ডেশন চেয়ারম্যান এম এ রহিম জিহাদী বলেন, মায়ের অনেক কথার মধ্যে আপনাদের সামনে ছোট্ট একটি কথা স্মরণ করলাম- গত ২১শে ফেব্রুয়ারী আমার মায়ের ইন্তেকাল হয়। ইন্তেকালের ঠিক ১০ দিন আগে ১১ ফেব্রুয়ারী সকাল আনুমানিক ৮ টার দিকে আমাকে ও আমার ছোট ভাইদের ডেকে মা বলেন, আমার কিছু টাকা আছে এবং স্বর্ণঅলংকার আছে। তোমরা যেই মাদ্রাসাটি করবে সর্ব প্রথম আমার জমা রাখা টাকা দিয়ে কাজ শুরু করবে। এবং স্বর্ণগুলো বিক্রি করে মাদ্রাসায় দান করে দিও।
মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে আপনাদের সর্বাত্তক সহযোগিতাকে কাজে লাগিয়ে আজকে সেন্টমার্টিনে দারুল ইসলাম কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে- আলহামদুলিল্লাহ।
দ্বীপবাসীর সহযোগীতা ও কল্যাণ কামনা করছি। সেইসাথে দক্ষ মানবসম্পদ গঠনের ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার গুরুত্ব অনেক। একইভাবে ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষার অন্যতম ভিত্তি। তাই অত্র মাদ্রাসা একইসঙ্গে সেন্টমার্টিন দ্বীপে দক্ষ ও সৎ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, সেন্টমার্টিন দারুল ইসলাম কমপ্লেক্সের সফলতা কামনা করছি। তবে একটি পরামর্শ- অত্র মাদ্রাসা যেন রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান হয়।
বিশেষ অতিথি হাবিবুর রহমান খাঁন বলেন, প্রতিষ্ঠান করা সহজ তবে ঠিকে রাখা বড়ই কঠিন। তিনি এমন মহৎ উদ্যোগের জন্য সেন্টমার্টিন হোসাইন জহুরা ফাউন্ডেশন পরিবারকে ধন্যবাদ জানান।

বক্তব্যে প্রবীণ আলেম মাওলানা রশিদ আহমদ বলেন, আমার ছোট ভাই আব্দুর জিহাদী ও তার পরিবার এ দ্বীপের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার বাবা-মাও এ দ্বীপের সেবক হিসেবে ছিলেন। অত্র মাদ্রাসার জন্য আমার সহযোগিতা ও দোয়া সবসময় থাকবে এবং আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত এ মাদ্রাসাকে কবুল করেন নেন আল্লাহর কাছে প্রার্থনা করছি।

বক্তব্য রাখেন ইউপি সদস্য শামসুল ইসলাম তিনি বলেন, সমাজ বা এলাকার পরিবর্তন চাইলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। দ্বীপে যত বেশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে তত বেশি আমরা এগিয়ে যাবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফিরোজ আহমদ খাঁন (সাবেক চেয়ারম্যান সেন্টমার্টিন ইউনিয়ন) বক্তব্যে বলেন, সেন্টমার্টিন দ্বীপে যতগুলো মাদ্রাসা রয়েছে সবাইকে আজকের অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে। বড়ই দুঃখের সাথে বলতে হচ্ছে একটা প্রতিষ্ঠান থেকেও কোনো মোহতামীম, শিক্ষক বা প্রতিনিধি আসেনি। এতো হিংসে ভরা আমাদের এই সমাজ। দিনদিন নষ্ট হয়ে যাচ্ছে সমাজের মানুষ। হিংসে বিদ্বেষ পরিহার করে আমাদের এগিয়ে যেতে হবে।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...