প্রকাশিত: ১৫/১০/২০১৬ ৬:৫৫ এএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় ১০জইন্যা ইয়াবা সিন্ডিকেটের অত্যাচারে অতীষ্ট হয়ে পড়েছেন এলাকার মানুষ। স্থানীয়রা উক্ত ইয়াবা সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে আইন প্রয়োগকারী সংস্থা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরাবরে লিখিত আবেদন করেছেন। আবেদন সুত্রে জানাগেছে, উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া ৫নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকার দরবেশ আলীর পুত্র নূরুল আলম, হলবনিয়ার খুরশেদ আহমদের পুত্র আবছার কামাল, মৃত নাজির হোছনের পুত্র ছৈয়দ আলম, মৃত আব্দুর রহমানের পুত্র ইলিয়াছ হেলালী, কবির চকিদারের পুত্র মো: নুর, মৃত নুরুল ইসলামের পুত্র শওকত, হারুন, আমির মোহাম্মদের পুত্র সরওয়ার কামাল, হারুনের পুত্র আব্দুল্লাহর নেতৃত্বে ১০জইন্যা সিন্ডিকেট ইয়াবা মজুদ এবং পাচারের মাধ্যমে পুরো এলাকা নষ্ট করে দিচ্ছে। এদের কবলে পড়ে উঠতি বয়সের তরুণ এবং যুব সমাজ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এলাকাটি দ্রুত মাদকের স্বর্গরাজ্যে পরিণত হবে। এলাকাবাসী জরুরী ভিত্তিতে মাদক বিরোধী অভিযান জোরদারের দাবী তুলছেন। স্থানীয়রা জানায়, উপকুল সড়ক দিয়ে সহজে ইয়াবা পাচারের সুযোগে সিন্ডিকেট সদস্যরা অল্পদিনেই সম্পদের পাহাড় গড়েছেন। এদের কৌশলে পড়ে এলাকার অনেকে কারাগারে বন্দি জীবন যাপন করেছেন। সিন্ডিকেটের একাধিক সদস্যও বিভিন্ন সময় প্রশাসনের হাতে আটক হয়ে জেল খেটেছেন। পরবর্তীতে আইনের ফাঁক ফোঁকর দিয়ে জেল থেকে বের হয়ে পুরোদমে তারা ইয়াবা ব্যবসা পরিচালনা করে। স্থানীয়রা জানায়, সিন্ডিকেট চক্র প্রতিনিয়ত ইয়াবা বেছাবিক্রি করে মাদকের আস্তনা গড়ে তুলছেন। স্থানীয় আবু ছৈয়দ জানান, ১০জইন্যা ইয়াবা সিন্ডিকেটের যন্ত্রণায় এলাকার সাধারণ মানুষ চরম শংকার মধ্যে আছে। অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গেছে। প্রজন্ম রক্ষায় উপকুলের ওয়ার্ডটিতে মাদক বিরোধী অভিযান জোরদারের জন্য তিনি আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় মেম্বার হুমায়ুন কাদের ১০জইন্যা ইয়াবা সিন্ডিকেট কর্তৃক এলাকা নষ্ট হচ্ছে জানিয়ে সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রজন্ম বাঁচাতে মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিনি এলাকাবাসীর দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে এপ্রতিবেদককে জানান, মাদক নির্মূলে পুলিশী অভিযান জোরদার করতে হবে। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সব সময় আমাদের অবস্থান। মাদক নির্মূলে পুলিশ সদা তৎপর। মাদক এবং যাবতীয় অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার জন্য তিনি উপকুলের মানুষের সহযোগীতা কামনা করেছেন।##

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...