জিকো এলাকার মাস্তান। তবে শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কিন্তু কখনও চাকরি করার আগ্রহ দেখাননি তিনি। এদিকে মহল্লার সবচেয়ে রূপসী মেয়ে আরশী। তাকে পছন্দ করেন জিকো। রোজ বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে জিকো রাস্তায় দাঁড়িয়ে নানাভাবে আরশীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আরশীর এ উদাসীনতা জিকোর ব্যাকুলতাকে দিন দিন উসকে দেয়।
এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কি কথা তাহার সাথে’। মুহাম্মদ আবু রাজীনের রচনায় নাটকটি রচনা করেছেন শেখ সেলিম।
এতে আরশী চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা।
নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘জিকো নামের এ মাস্তান চরিত্রে দর্শক আমাকে প্রথম দেখবেন। নাটকটি ৪ মে রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।'