প্রকাশিত: ১৫/০৯/২০২১ ৩:৪৪ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার হাজিরা দিতে ঢাকা মহানগর হাকিম আদালতে দেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় আদালতে হাজিরা দিতে আসেন পরীমনি। আদালত কক্ষের দিকে যাওয়ার সময় সিঁড়িতে একজন নারী পুলিশ আসামিদের যেভাবে ধরে নিয়ে যাওয়া হয় পরীমনিকে সেভাবে ধরতে গেলে পরীমনি হাত সরিয়ে নিয়ে বলেন, এই আমার হাত ধরবেন না। এরপর তিনি আদালতের বারান্দায় প্রবেশ করেন।

এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিনের আদেশ দেন। পরদিন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন পরীমনি।

গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এ ঘটনায় পরের দিন র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।

পরে ৫ আগস্ট পরীমনিকে চারদিন, ১০ আগস্ট দুই দিন ও ১৯ আগস্ট আরও একদিনের রিমান্ডে নেয় সিআইডি। ৩১ আগস্ট মাদক মামলায় জামিন পেয়েছেন পরীমনি।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...