প্রকাশিত: ১২/০৯/২০১৬ ১:০৪ পিএম

imagesঅনলাইন ডেস্ক::
চুমু খুবই সুন্দর অভিজ্ঞতা কিন্তু একটি চুমুতে কত ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে জানেন? বিজ্ঞান গবেষণা কী বলছে জেনে নিন।

শরীরে খুব দ্রুত ব্যাকটেরিয়া সংক্রামিত হয় চুমু মারফত। ১০ সেকেন্ডের একটি ফ্রেঞ্চ কিস বা পাতি ভাষায় যাকে বলে ডিপ কিসের মাধ্যমে ৮০ মিলিয়ন ব্যাকটেরিয়া সংক্রামিত হয় এক শরীর থেকে আর এক শরীরে।

নেদারল্যান্ডসের একটি গবেষণা সংস্থার রিসার্চে প্রকাশিত হয়েছে এই তথ্য। বহু দম্পতির চুম্বনের পরে তাদের স্যালাইভা স্যাম্পল নিয়ে গবেষণা করেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে একসঙ্গে বহুদিন থাকার পরে দম্পতিদের মুখে একই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়।

অর্থাৎ এর থেকে বোঝা যায় দু’জনের মুখের মধ্যে ব্যাকটেরিয়ার আদানপ্রদান হয়।

এর স্বপক্ষে আরও একটি পরীক্ষা করা হয়। দম্পতিদের মধ্যে একজনকে একটি প্রো-বায়োটিক সাপ্লিমেন্ট পান করতে দেয়া হয়। এই ধরনের ব্যাকটেরিয়া আপনা-আপনি মুখে আসে না।
এর পর দম্পতিদের আবার চুম্বন করতে বলা হয়।

দেখা যায়, যিনি সাপ্লিমেন্ট পান করেননি, তাঁর মুখেও চুম্বনের পর ওই ব্যাকটেরিয়া রয়েছে। গবেষকরা এই গবেষণার ভিত্তিতে একটি ‘কিস-ও-মিটার’-এর কথা বলেছেন। এই অনুযায়ী শুকনো চুম্বনে এমনিতেই ১০০০ ব্যাকটেরিয়া এক মুখ থেকে অন্য মুখে ছড়ায়।

আর চুম্বন যত গভীর হয় ততই বাড়ে ব্যাকটেরিয়ার সংখ্যা এবং তা লক্ষ-কোটি হতে পারে।

পাঠকের মতামত

পর্যটনে সেন্টমার্টিনের বিকল্প হতে চায় কুতুবদিয়া দ্বীপ!

বঙ্গোপসাগরে অবস্থিত কক্সবাজার জেলার অন্তর্গত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া। দ্বীপটি বাতিঘরের দ্বীপ নামে ও পরিচিত। ...

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...