- পদের নাম: ইন্টারেকটিভ থিয়েটার অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে থিয়েটার/সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। থিয়েটারে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সমপদে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস, ওয়েবসাইট ও আউটলুকের কাজ জানতে হবে। স্ক্রিপ্ট ডেভেলপমেন্টে পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ৫৯,০২২ টাকা। এর সঙ্গে মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।