প্রকাশিত: ২০/০২/২০১৮ ৯:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:২২ এএম

আরমান জাহেদ

একুশ তুমি কি জানো
তুমি এসেছো কোন স্থান হইতে
তুমি তো জান না, তুমি
এসেছো হিমালয়ে চর্যাপদ থেকে।

একুশ তুমি তো এসেছো
নদী পদ্মার স্রোতের মধ্য দিয়ে
বহমান এই বাংলায়।

একুশ তুমি তো জান না
তুমি এসেছো ভোরে রক্তিম লাল সূর্য হয়ে।
একুশ তুমি তো এসেছো………
আমার ভাইয়ের রক্তের রাজপথ রনজ্জীত হয়ে..

একুশ তুমি তো এসেছো
রফিক,জাব্বার,সালাম,বরকত
সহ আরো নাম না জানা
শহীদের বুকের তাজা রক্ত দিয়ে…….

একুশ তুমি তো এসেছো
আমার মায়ের মুখের ভাষা হয়ে……..

পাঠকের মতামত

আসলে কি বয়কট করছি!

আমরা বাঙালি নতুন ইস্যু পেলে দৌড়ে তা দেখার জন্য উৎকণ্ঠা প্রকাশ করি। আজ বয়কট নিয়ে ...