রফিক মাহমুদ
একুশ মিশে অাছে, মায়ের ভাষাতে খোকার অাদরে!
একুশ মিশে অাছে, বোনের মেহেদী মাখা রাঙ্গা হাতে!
একুশ মিশে আছে, বসন্তের দিনে মৌ পাগল করা গন্ধে!
একুশ মিশে অাছে, ফাল্গুনের ফুটা পলাশ-শিমুলে।
একুশ মিশে আছে, আগামী দিনের সমাজ বদলের দীপ্ত শপথ নেওয়া তরুণ প্রজন্মের চোঁখে!
একুশ মিশে আছে, বাঙ্গালীর ভাষা, স্বাধীনতা, ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির বুকে!
একুশ মিশে অাছে, লাঙ্গলের ফলায়, ভোরের লাল সূর্যকে স্বাগত জানানো কৃষক-কৃষাণীর চোঁখে।
একুশ মিশে অাছে, বাংলার পলিমাটির বুকে!
কাঁদা জ্বলে ডুবে থাকা শাপলা-শালুকে!
একুশ মিশে অাছে, বাংলা মায়ের দামাল ছেলের হাতে উড়ানো লাল-সবুজের পতকায়।
একুশ মিশে অাছে, রফিক, শফিক, জব্বার, সালাম, শফিউর, বরকতের রক্তে ভেজা শহীদ মিনারে!
৫২ একুশ ফেব্রুয়ারি ৮ ফাল্গুনে ফুটা কৃষ্ণচূড়ার ডালে!
একুশ মিশে অাছে, ৭১ এর বিজয় গাথা স্বাধীনতায়।
পাঠকের মতামত